প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
নদীকেন্দ্র চাঁদপুরের বার্ষিক গবেষণা অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল থেকে মৎস্য গবেষণা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।
|আরো খবর
- বিএনপির দু গ্রুপের সমাবেশ প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড।। নিজ বাড়িতে মতবিনিময় সভায় মোস্তফা খান সফরী
- সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শুক্রবার
- চাঁদপুর পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডে সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে জেলা সভাপতির মতবিনিময় সভা
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের কেন্দ্র প্রধান ড. খোন্দকার রশীদুল হাসানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এম.এ. মজিদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জুলফিকার আলী, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা রোমানা ইয়াসমিন।
কর্মশালাকে ২টি সেশনে ভাগ করা হয়। প্রথম সেশনে গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, রুমানা ইয়াসমিন, বি.এম. শাহিনুর রহমান, ফ্লোরা, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আবু কাউছার দিদার, মিজবাবুল আলম ও রুবিনা আক্তার লিমা।
২য় সেশনে গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন, মোঃ মঞ্জুরুল হাসান, তায়েফা আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ খালেদ রহমান, মোঃ রহমত উল্লাহ, আবু বকর সিদ্দিক, ফারহানা ইয়াসমিন প্রমুখ।
এ সময় বিভিন্ন জেলা থেকে আগত জেলা মৎস্য কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শাহজাহান মুন্সী ও পবিত্র গীতা পাঠ করেন প্রিয়াঙ্কা।