প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ২২:২৫
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি : জেলা নির্বাচন কর্মকর্তা
‘আগামী ৫ জানুয়ারি কচুয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিকট কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে বিবেচিত নয়। নির্বাচন কমিশনের নিকট সকল প্রার্থীই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিবেচিত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি।’ অবাধ ও সুষ্ঠু নির্বাচন গ্রহণের লক্ষ্যে ৩ দিনব্যাপী কচুয়ায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কাশেম, মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রিপন হোসেন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ১শ’ ৩০ জন প্রিজাইডিং অফিসার, ৭শ’ ৪৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৪শ’ ৯৪ জন পুলিং অফিসার।