শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০৮

জন্মদিনে চাঁদপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জন্মদিনে চাঁদপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষামন্ত্রী

৮ ডিসেম্বর ছিলো শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির শুভ জন্মদিন। ১৯৬৪ সালের ৮ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তাই গতকাল ছিলো তাঁর ৫৮তম জন্মদিন। আবার ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে চাঁদপুর হানাদার মুক্ত হয়। এ দিনটিকে স্মরণ করে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা হয়ে আসছে। প্রতি বছর বিজয়মেলা উদ্বোধন হয়ে আসছে ৮ ডিসেম্বর। সে সুবাদে বিজয়মেলা মঞ্চেই ডাঃ দীপু মনির জন্মদিন পালন হয়ে আসছে প্রতি বছর। আর দীপু মনিও প্রতি বছর ৮ ডিসেম্বর ছুটে আসেন চাঁদপুরে, চাঁদপুরবাসীর কাছে। তিনি এদিন চাঁদপুরের সোনার মানুষগুলোর সাথে তাঁর জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। চাঁদপুরবাসীও এদিন ফুলে ফুলে সিক্ত করেন তাদের প্রিয় নেত্রীকে।

গতকাল ৮ ডিসেম্বর চাঁদপুরে সেই একই দৃশ্যের অবতারণা হলো। চাঁদপুরবাসীর ভালোবাসায় তিনি সিক্ত হলেন, ফুলে ফুলে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হলো।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি গতকাল চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে তিনি সকালে ঢাকা থেকে চাঁদপুর আসেন। চাঁদপুর এসেই তিনি তাঁর বাসায় আসেন। এখানে ততোক্ষণে দলের অসংখ্য নেতা-কর্মী অপেক্ষায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। বাসায় সংক্ষিপ্ত আয়োজনে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণের পর ডাঃ দীপু মনি চলে যান সার্কিট হাউজে। সেখানে প্রথমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জন্মদিনের কেক কাটেন ডাঃ দীপু মনি। তখন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এখানে কেক কাটার পর শিক্ষামন্ত্রী উপস্থিত হন মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। এখানেও তাঁকে একে একে ফুল দেয়ার পালা। ডাঃ দীপু মনি এমপির ৫৮তম জন্মদিনে তাঁকে ফুলে ফুলে সিক্ত করেন চাঁদপুরবাসী।

জেলা প্রশাসক ছাড়াও যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁকে ফুলের স্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশার নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ, বিজয়মেলা কর্তৃপক্ষ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ গণ্যমান্য আরো ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান। ডাঃ দীপু মনি ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে চাঁদপুরবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

তিনি এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, প্রতি বছর আমি এদিনে চাঁদপুরবাসীর কাছে ছুটে আসি নাড়ির টানে। আমার জন্মদিনে আমার বাবা-মার জন্মভূমি চাঁদপুরের মাটিতে নাড়ির টানে ছুটে আসি ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটাতে। সেজন্যে এ দিনটির অনুভূতি আমার কাছে ভিন্ন রকমের, ভিন্ন মাত্রার। মহান আল্লাহর কাছে শোকরিয়া জানাই, আমার জন্মদিনটি চাঁদপুরের জন্যে একটি ঐতিহাসিক বিজয়ের দিনের সাথে সম্পৃক্ত হওয়ায়। এটা বিধাতা যেনো সেভাবেই লিখে রেখেছিলেন। আবার চাঁদপুরের মানুষের সেবা করার সুযোগটি তিনি সেই আমাকেই করে দিলেন। এটা মহান স্রষ্টার অসীম মহিমা। আমি আজকের দিনে সকলের কাছে দোয়া চাই রাব্বুল আলামিন যেনো আমাকে জীবনের বাকি সময়টুকু মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ করে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়