প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:১৯
পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
বাংলাদেশ পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার চাঁদপুর জেলায় বাংলাদেশের পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির (চতুর্থ ব্যাচের) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
|আরো খবর
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছর ব্যাপী পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেল পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।