প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ২১:০২
অ্যাডঃ আনোয়ার গাজীর জানাজা ও দাফন সম্পন্ন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজীর ছোট ভাই ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডঃ আনোয়ার গাজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি গতকাল ৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
গতকাল বাদ জোহর হাসান আলী হাই স্কুল মাঠে চিশতিয়া জামে মসজিদ সম্মুখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মরহুম অ্যাডঃ আনোয়ার গাজীর ছোট ভাই চাঁদপুর জেলা পরিষদ সংলগ্ন মারকাজুল উলুম মাদরাসা মসজিদের খতিব মাওঃ মনিরুল ইসলাম।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এবং তাঁর জন্যে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা গণফোরাম সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিলন। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার গাজীর একমাত্র ছেলে মেহেদী আনোয়ার মুমিত ও ইউসুফ গাজীর ছেলে কাঞ্চন গাজী। জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবীগণ, পেশাজীবী নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি।
উপস্থিত মুসিল্লরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও চির শান্তি কামনা করেন এবং আল্লাহ যেনো তাঁকে জান্নাত দানে কবুল ও মঞ্জুর করুন।
জানাজা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে মরহুম আনোয়ার গাজীকে দাফন করা হয়।
এদিকে আনোয়ার গাজীর মৃত্যুর সংবাদ শোনার পর পর তাঁর বড় ভাই মোঃ ইউসুফ গাজী তাঁকে দেখতে শহরের ট্রাক রোড এলাকাস্থ বাসায় যান। ছোট ভাইয়ের মৃত মুখ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। এছাড়া দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে যান। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।