শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ২০:৫৮

অ্যাডভোকেট আনোয়ার গাজীর মৃত্যুতে

জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও ফুলকোর্ট রেভারেন্স

চৌধুরী ইয়াসিন ইকরাম
জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও ফুলকোর্ট রেভারেন্স

চাঁদপুরের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন গাজীর মৃত্যুতে শোকসভা ও ফুলকোর্ট রেভারেন্স পালিত হয়েছে। শোক সভা শেষে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে রোববার সকালে সমিতি মিলনায়তনে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট আহছান হাবীব। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন। শোকসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুল।

শোক সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ আমানুল্লাহ, অ্যাডঃ গোলাম মোস্তফা আখন, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ আঃ লতিফ শেখ, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ রঞ্জিত কুমার রায় চৌধুরী, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ শহীদ উল্লাহ পাটোয়ারী, অ্যাডঃ ইব্রাহিম খলিল, অ্যাডঃ এমরান হোসেন, আলহাজ্ব অ্যাডঃ মোঃ মজিবুর রহমান, অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডঃ আবদুল্লাহিল বাকী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ আলহাজ্ব মোঃ মোবারক হোসেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ আনোয়ার গাজী জন্মগ্রহণ করেন ১৫ জুন ১৯৬৯ সালে। তাঁর বাবার নাম মরহুম আঃ মালেক গাজী। তিনি বাংলাদেশ বার কাউন্সিলে এনরোলমেন্টের পর ২০০১ সালের ১০ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করে মৃত্যুর পূর্ব পর্যন্ত একজন নিয়মিত সদস্য ছিলেন। তিনি গতকাল রোববার ভোর পাঁচটায় চাঁদপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত ছিলেন। তার সহধর্মিণীর নাম আবিদা সুলতানা। তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান। তাদের এক মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়