প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০০:৫৩
চাঁদপুরের রঘুনাথপুরে জাল দলিল সৃজন
সম্পত্তি দখলের পায়তারা
চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর রঘুনাথপুরে ইব্রাহীম শেখ বাড়ীতে জাল দলিল সৃজন করে সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ এই পায়তারা করছে বলে থানায় অভিযোগ করেছেন আব্দুল্লা আল মামুন। তিনি সাংবাদিকদের জানান, আমাদের দলিলমূলে খরিদকৃত সম্পত্তিতে প্রায় শত বছর যাবৎ বসবাস করে আসছি। এরমধ্যে প্রতিপক্ষ করিম গাজী(৫৫), আজিজ গাজী(৫২), নুরুল আমিন গাজী(৬০), ফারুক গাজী(৩৫), হাসনাত গাজী(৫০) গং জাল দলিল সৃজন করে তারা আমাদের সম্পত্তি জবর দখল এবং আত্মসাৎ করার পায়তারা করছেন। তিনি সাংবাদিকদের আরো জানান, আদালতে মামলা চলমান অবস্থায় তারা কবর স্থান কে ইস্যু তৈরি করে দেয়াল নির্মাণের জন্য আদালতে আবেদন করে। যহেতু এই বিষয়ে আদালতে পূর্বেই মামলা রয়েছে। তাই আদালত তাদের নির্মাণ কাজের আবেদন না মঞ্জুর করেছেন। কিন্তু আদালতের সেই আদেশ অমান্য করে তারা জায়গা দখলের জন্য কৌশলে জোরপূর্বক সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ওই বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করেলে আপত্তি জানাই। এতে তারা ক্ষীপ্ত হয়ে আমাদের ওপর আক্রমণ করে এবং প্রাণ নাশের হুমকি দেয় এবং প্রকাশ্যে আক্রমণ করে। এতে আমি সহ আমাদের বেশ কয়েকজন লোক আহত হয়। তাই আমরা ন্যায্য বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ নং-৯৪৮। (১৫-১০-২০২১)। ১৬ই অক্টোবর শনিবার রাতে এ ব্যপারে প্রতিপক্ষের আব্দুল করিম গাজীর সাথে কথা হলে তিনি মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, আদালতে কাজ না করার নির্দেশনার বিষয়টি আমি স্বীকার করছি। কিন্তু তারা আমাদের সাথে ভালোভাবে কথা না বলে এসেই হামলা করে নির্মাণ যন্ত্রপাতি ফেলে দিয়েছে । এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।