প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০০:০৪
সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মৌলভীবাজারে জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সুনামগঞ্জ জেলা পুলিশ দল ও সিলেট আরআরএফ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিলেট আরআরএফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আরআরএফ-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী এবং সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু এবং পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।








