শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৯:৩৭

চাঁদপুর নৌপুলিশের পৃথক অভিযানে নৌকাসহ আটক ১০

মিজানুর রহমান
চাঁদপুর নৌপুলিশের পৃথক অভিযানে নৌকাসহ আটক ১০

মা ইলিশ রক্ষা অভিযানের ৫ম দিন শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এ সময় ৪টি মাছ ধরার নৌকা, ১০ কেজি মাছ ও প্রায় ১১ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রুজু করে আসামীদের কোর্টে প্রেরন করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম।

তিনি বলেন, নৌ এসপি মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশনায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রেখে চলেছে নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে সঙ্গিয় ফোর্স নিয়ে আমরা নৌ পুলিশ পদ্মা মমেঘনা নদীর রাজরাজেশ্ব থেকে বহরিয়া পর্যন্ত টহলে থাকার সময় ৪ জন ও ৬ জন জেলে।মমোট দশজন জেলে জাল ও মাছসহ চারটি নৌকা আটক করতে সক্ষম হই।

তিনি জানান, জব্দ তালিকা করে আটক জেলেদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেরা হচ্ছে আমিন (৩০) রাসেল (২৫),সিয়াম(২২) রাজু (২০),সুজন (২৬), জুয়েল(৩২)। এ ৬ জনের বাড়ি পুরান বাজার হরিসভা মধ্যশ্রীরামদী। অপর জেলেরা হলো : মতলব উঃ বাহেরচর এলাকার ইয়াছিন বেপারী(৫৫), মোফাজ্জল হোসেন(৪৭) ইদ্রিস বেপারী (২৬) ও টিপু খালাশী (২৪)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়