বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:০২

চাঁদপুরে নবাগত টিআই প্রবীর কুমার দাসের যোগদান

গোলাম মোস্তফা।।
চাঁদপুরে নবাগত টিআই প্রবীর কুমার দাসের যোগদান

চাঁদপুরে নবাগত টিআই তথা ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) হিসেবে যোগদান করেছেন প্রবীর কুমার দাস। তিনি টিআই (এডমিন) মাহফুজ মিয়ার স্থলাভিষিক্ত হলেন ।

টিআই প্রবীর কুমার দাস ২০০১ সালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘ ১৬ বছর ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ট্রাফিক সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পদে ২০১৬ সালে পদোন্নতি লাভ করেন। ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) হিসেবে তাঁর প্রথম কর্মস্থল হিসেবে চাঁদপুরে পদায়ন হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হয়।

সেখানে কয়েক বছর দায়িত্ব পালনশেষে পুনরায় তাঁকে চাঁদপুরে বদলি করা হয়।

প্রবীর কুমার দাস কুমিল্লা জেলার পয়ালগাছা ইউনিয়নের সন্তান। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিজ ইউনিয়নের বিদ্যালয় থেকে গ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে থেকে উচ্চ শিক্ষা শেষ করে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। তাঁর স্ত্রী একজন গৃহিণী।

চাঁদপুর কণ্ঠকে দেয়া এক প্রতিক্রিয়ায় নবাগত টিআই প্রবীর কুমার দাস বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী চাঁদপুরবাসীর সেবা করার উদ্দেশ্যে এ জেলায় এসেছি। চাঁদপুরে আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে জেলাবাসীকে সুশৃঙ্খল সড়ক বা নিরাপদ সড়ক উপহার দিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়