প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৭:১৬
কমিউনিটি পুলিশিং টহল সদস্য মোবাইল চোর কিং রানাকে পুলিশে সোপর্দ করেছে

কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যদের মাধ্যমে মোবাইল চোর কিং সোহেল রানা (১৮) কে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) রাতে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ বিষ্ণুদী জিটি রোড উত্তরে বারেক আখন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল রানা অটোরিকশা চালক। ঘটনার দিন রাত ১০টায় বারেক আখন্দের নাতির ঘরে ঢুকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে ফেলেন।
শরীফ আখন্দ বলেন, আমাদের ডাক চিৎকারে স্থানীয় দোকানিরা এগিয়ে আসেন। পরে কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যদের সহযোগিতায় ধরে ফেলি।
কমিউনিটি পুলিশিং টহল সদস্যরা জানান, রানা একজন পেশাদার চোর। তার সাথে একটা চোরা কারবারি চক্র আছে। তারা বিভিন্ন বাসাবাড়িতে মোবাইল ও দামী জিনিস চুরি করে। আমরা রানার মাকে খবর দেই। তিনিও জানান, এ ছেলে চোর। তার নামে আরও মামলা আছে। তাকে পুলিশের মাধ্যমে জেলে দিতে অনুরোধ জানিয়েছেন।
চাঁদপুর মডেল থানার পুলিশ এস আই সাখাওয়াত ঘটনার সততা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সোহেল রানার নামে মামলা আছে। সে অটোরিকশা চালকের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি করে।







