শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২১:৫৬

মতলব উত্তরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ও গাড়ি চালককে ২০ হাজার টাকা জরিমানা

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ও গাড়ি চালককে ২০ হাজার টাকা জরিমানা

মতলব উত্তর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী ও গাড়ি চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) মোবাইল কোর্টে পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

জানা যায়, উপজেলার কালিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক লাইসেন্স ব্যতীত সিলিন্ডার গ্যাসের ব্যবসা পরিচালনা করায় এক দোকানিকে পেট্রোলিয়াম আইন -২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিটবিহীন গাড়ি চালানোর জন্যে এক গাড়ি চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, আইনের বাইরে কোনো কাজ করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়