বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৭

অ্যাড. স্বপন কুমার ঘোষের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও স্মরণসভা

আদালত প্রতিবেদক।।
অ্যাড. স্বপন কুমার ঘোষের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও স্মরণসভা
জেলা আইনজীবী সমিতিতে অ্যাড. স্বপন কুমার ঘোষের স্মরণসভায় উপস্থিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. স্বপন কুমার ঘোষের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকাল সোয়া ১১ টায় জেলা জজ আদালতে সিনিয়র জেলা জজ সামচ্ছুন্নাহারের সভাপ্রধানে এ ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় বিচার বিভাগের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতি মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী। স্বপন কুমার ঘোষের জীবন বৃত্তান্ত পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান।

বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাড. সেলিম আকবর,

অ্যাড. মো. জহিরুল ইসলাম, অ্যাড. আহছান হাবীব, অ্যাড.

বিনয় ভূষণ মজুৃমদার, অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড. কামাল উদ্দীন আহমেদ, অ্যাড. কোহিনুর রশিদ, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, অ্যাড. জসিম উদ্দীন পাটওয়ারী, অ্যাড. জসিম উদ্দীন (২), অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. আবদুল্লাহিল বাকী, অ্যাড. আবদুল হালিম পাটওয়ারী প্রমুখ। গীতা পাঠ করেন অ্যাড. ভাস্কর দাস।

অ্যাড. স্বপন কুমার ঘোষ ১৯৫৭ সালের ১ জুলাই ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে বারোটায় কুমিল্লা মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৮৯ সালের ১৪ ডিসেম্বর চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সমিতির নিয়মিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী অঞ্জনা রানী ঘোষ ও একমাত্র কন্যা শতাব্দী ঘোষ ও আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে যান। বুধবার তাকে দাহ করা হয় কুমিল্লাতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়