সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:২৮

মতলবে দু মাদক ব্যবসায়ী গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে দু মাদক ব্যবসায়ী গ্রেফতার
মতলব দক্ষিণে আটক দু মাদক ব্যবসায়ী।

মতলব পৌরসভার কাজলী সিনেমা হলের সামনে থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে এক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : নারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে শাকিল হোসেন (২০) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. আলফাজ (১৯)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে মতলব পৌরসভার বাইপাস সংলগ্ন ৬নং ওয়ার্ডের ঢাকিরগাঁও কাজলী সিনেমা হলের সামনে পাকা রাস্তা হতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, পুলিশের নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয় আসামীকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়