প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২১:৪৬
ফরিদগঞ্জে বিরোধপূর্ণ সম্পত্তি দখলে বাধা দেয়ায় হামলায় আহত ২

আদালতে মামলা চলমান অবস্থায় বিরোধপূর্ণ সম্পত্তি জোরপূর্বক দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ দুজন আহত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অহিদুর রহমান (৬৭) ও তার ছেলে হাসিব হোসেন (২৮) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিচার প্রার্থনা করেছে ভুক্তভোগী পরিবারটি।
|আরো খবর
হামলায় আহত অহিদুর রহমান জানান, আমাদের সাথে প্রতিপক্ষ রোকসার হোসেনদের সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। আমাদের জমি বিএস রেকর্ডভুক্ত না হওয়ায় আমরা আদালতের রায়ের আলোকে তা সংশোধনপূর্বক আমাদের নামে রেকর্ড করে নেই। কিন্তু প্রতিপক্ষ রোকসার ও তার লোকজন আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা করছিলো। এরই জের ধরে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে আমাদের সম্পত্তির ওপর কাঁটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে। আমরা তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। যাতে আমি ও আমার ছেলে মারাত্মক আঘাতপ্রাপ্ত হই। পরে আমরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।
অন্যদিকে রোকসার হোসেন বলেন, আমি তাদের গায়ে হাত তুলি নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, লিখিত অভিযোগের আলোকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা
হবে।







