শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৪:১২

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে কৃষি জমি হতে ভেকুর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভেকুর মালিককে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং ভেকুটি অপসারণ করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যগণ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়