রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৬

পুরাণবাজারে পেঁয়াজের আড়তসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
পুরাণবাজারে পেঁয়াজের আড়তসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

গত ক'দিন যাবত চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে অস্থির পেঁয়াজের বাজার। পেঁয়াজের দাম হঠাৎ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চাঁদপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরাণবাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রি করায় তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৯ নভেম্বর ২০২৫) দুপুরে আনসার বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় লোকনাথ স্টোর মালিককে

২ হাজার টাকা, একই অপরাধে মেসার্স শুকতারা ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে নাহিদ স্টোর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। অভিযান পরিচালনাকালে সাম্প্রতি পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আড়তসমূহে মনিটরিং করা হয়। এছাড়া আমদানি করা মুগডালে কোনো ধরনের রঙ মেশানো আছে কি না এ বিষয়ে ডালের আড়তে তদারকি করা হয়।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়