শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

লাকসাম থেকে অপহৃত শিশু মতলবে উদ্ধার

রেদওয়ান আহমেদ জাকির
লাকসাম থেকে অপহৃত শিশু মতলবে উদ্ধার

কুমিল্লার লাকসাম থেকে অপহৃত দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় বৃষ্টি নামের এক সন্তানহারা মাকে আটক করা হয়। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে মতলব দক্ষিণ থানা পুলিশ খবর পেয়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার গাজীপুর বউবাজার এলাকার আনোয়ারের ছেলে পারভেজ দীর্ঘ বছর ধরে লাকসাম জংশনে বসবাস করছে। দুই মাস পূর্বে ঝর্ণা নামে পারভেজের এক শিশু জন্ম নেয়। বৃষ্টি ও পারভেজের পরিবার একই সাথে লাকসাম স্টেশনে বসবাস করতো। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বৃষ্টি ওই শিশুকে নিয়ে পালিয়ে মতলবে চলে আসে। ঘুম থেকে উঠে শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। পারভেজের স্ত্রী শানু সন্তানকে খুঁজতে চট্টগ্রামের দিকে যায় আর পারভেজ মতলবে অসে। অপহরণকারী বৃষ্টি জানায়, গত ৭ অক্টোবর তার ৩১ দিন বয়সী সন্তান মৃত্যুবরণ করে। সে সন্তানের শোক সামলাতে না পেরে শিশু ঝর্ণাকে নিজে লালন পালন করার জন্য সকলের অগোচরে মতলবে নিয়ে আসে। ঝর্ণার বাবা পারভেজ জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলে। এর মধ্যে নিখোঁজ হওয়া ঝর্ণা ছিলো সবার ছোট।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ জানান, নিখোঁজ শিশুটি বৃষ্টির কাছ থেকে উদ্ধার করে মতলব হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বৃষ্টি ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়