বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৪:২৯

মৌলভীবাজারে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

মৌলভীবাজারে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকা থেকে মো. তরাজ মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেন। এ সময় আটককৃতের শরীর তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। পরবর্তীতে তার দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছে যে, সে ও তার পলাতক সহযোগী কামরান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সিডিএমএস যাচাই করে তরাজ মিয়ার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় আটককৃত তরাজ মিয়া ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়