শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ১৮:৫৬

জমি সংক্রান্ত বিরোধে বসত বাড়িতে হামলার অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধে বসত বাড়িতে হামলার অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ করেছেন ফরিদগঞ্জের একজন শিক্ষক। বার বার অপমান অপদস্তের শিকার হচ্ছেন এ ভুক্তভোগী পরিবার । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

০২ অক্টোবর শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী এলাকায় কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঐদিন দুপুরে খাবার খেয়ে মাওলানা কুদ্দুস বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে বাড়ির উত্তর পাশে দোচালা ঘরের টিন ভাংগার শব্দ শুনে এগিয়ে এসে দেখেন কয়েকজন যুবক তার দোচালা ঘর ভাংচুর করছে। সে সময় তিনি এবং তার ছেলেরা ভাংচুর থেকে বিরত থাকার আহ্বান জানান। এ কথা শুনে তারা উল্টো তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারতে আসে। এ সময় এলাকাবাসীর প্রতিরোদের মুখে পড়ে তারা চলে যায়।

স্থানীয়রা জানায় মাউলানা কুদ্দুস সাহেব এবং জাকির পাটোয়ারীর মধ্যে দীর্ঘ দিন যাবত জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যা ছলে আসছিল। গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমানের উপস্থিতেতে একটি সালিশ হয়। সে সালিশ এ জাকির পাটোয়ারী এবং মাওলানা কুদ্দুস সাহেবের সাথে দীর্ঘ দিনের সমস্যার সমাধান হয়। কিন্তু গত ০২ সেপ্টেম্বর কোন কথা বার্তা ছাড়াই বসত ঘরে হামলা ও ভাংচুর করে।

এ বিষয়ে মাওলানা মো. আব্দুল কুদ্দুছ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি মো.জাকির হোসেন পাটওয়ারী, মো. দিদারুল ইসলাম রাসেল, মোসা. আলেয়া বেগম, মো. মাজহারুল ইসলাম ও মো.কাউছার পাটওয়ারীকে বাদী করেছেন।

বেলাল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি এ পথ ধরে যাচ্ছিলাম হঠাৎ ভাংচুরের আওয়াজ শুনে দেখি কয়েক জন যুবক বসত ঘরে ভাংচুর করছে। পরে আমি বাড়ির পাশে দোকানে জানালে প্রতিবেশীরা তাদেরকে বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়।

মাওলানা আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ‘জাকির দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি ভোগ দখল করে আসছে। সর্বশেষ শালিসে আমাদেরকে ভূমি বুঝিয়ে দেওয়া হয়। সে মোতাবেক আমরা জমি বুঝিয়ে পেয়ে বেড়া দেই। কিন্তু জাকির তাদের লোক দিয়ে সেই বেড়া এবং আমাদের ঘর ভাংচুর করছে।’

এ বিষয়ে মো.জাকির হোসেন মিজি এ প্রতিনিধিকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।’

এস.আই আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,‘অভিযোগের আলোকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে অভিযোগের সাথে মিল পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়