শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১:১৩

মতলব উত্তরে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত

২০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত

মতলব উত্তর উপজেলায় ১৫ বছরের এক কিশোরীকে বিয়ে দেয়ার আয়োজন করছিলো পরিবার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী দক্ষিণ লুধুয়া গ্রামের বাদল মাঝির মেয়ের বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের বাবার মুচলেকাসহ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মতলব উত্তর থানা পুলিশের একটি টিম।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ০৮ ধারা মোতাবেক কনের পিতা বালু মাঝির ছেলে বাদল মাঝি (৪৮)কে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং মুচলেকা নেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিয়ের উপযুক্ত বয়স হওয়ার আগেই মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়ের বাবা বলেন, তার মেয়ের বয়স ১৮ বছর হয়নি এবং তিনি তার অপরাধ স্বীকার করে নেন। মেয়ের বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করার অপরাধে বাবাকে মুচলেকা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্যে একটি বড়ো অভিশাপ। বাল্যবিবাহ মুক্ত করার মাধ্যমে প্রতিটি কন্যা শিশুর সুরক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরা সদা প্রস্তুত রয়েছি। সামাজিকভাবে বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়