শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৯:২৭

ফরিদগঞ্জে মাদকসহ ১৩ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি আটক

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে মাদকসহ ১৩ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি আটক

ফরিদগঞ্জে যৌথবাহিনী ইয়াবা ও গাঁজাসহ ১৩ মামলার আসামী আব্দুর রহিম রনি (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ ও রায়পুর বর্ডার এলাকা থেকে থানা পুলিশ ও ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে। আব্দুর রহিম রায়পুর উপজেলার চরপাতা গ্রামের শহিদুল্লার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। ১২টি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ও একটি ফরিদগঞ্জ থানার। রায়পুর থানার মামলাগুলো হলো : এফআইআর নং-২৪ (তারিখ-১৮ ডিসেম্বর, ২০২৩, জিআর নং-২৭৬, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০২৩; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০), এফআইআর নং-২৬ (তারিখ- ১৮ ডিসেম্বর, ২০২৩; জিআর নং-২৭৮, তারিখ-১৮ ডিসেম্বর, ২০২৩; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮), এফআইআর নং-২৫ (তারিখ-১৮ ডিসেম্বর, ২০২৩; জিআর নং-২৭৭, তারিখ-১৮ ডিসেম্বর, ২০২৩; ধারা-১৯(ধ)/১৯(ভ)

ঞযব অৎসং অপঃ,

১৮৭৮), এফআইআর নং-৬/৮১ (তারিখ-০৯ এপ্রিল, ২০২১; জিআর নং-৮১/২০২১, তারিখ- ০৯ এপ্রিল, ২০২১; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮), এফআইআর নং-১১ (তারিখ-১৬ জুলাই, ২০২৩; জিআর নং-১৪৭, তারিখ-১৬ জুলাই, ২০২৩; ধারা-৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮), এফআইআর নং-৪ (তারিখ-৪ সেপ্টেম্বর, ২০১৮; জিআর নং-১৭৮/২০১৮, তারিখ-৪ সেপ্টেম্বর, ২০১৮; ধারা-১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; এজাহারে অভিযুক্ত), এফআইআর নং-১৩ (তারিখ-১১ জুলাই, ২০১৮; জিআর নং-১৩৮/২০১৭, তারিখ-১১জুলাই,২০১৮;ধারা-১৪৩/১৮৬/২২৫ খ/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩০৭/ ৩০২/ ৩৪ পেনাল কোড-১৮৬০), এফআইআর নং-১৪ (তারিখ-১১ জুলাই, ২০১৮; জিআর নং-১৩৯/১৮, তারিখ-১১ জুলাই, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন), এফআইআর নং-১৫ (তারিখ-১১ জুলাই, ২০১৮; জিআর নং-১৪০/১৮, তারিখ- ১১ আগস্ট, ২০১৮; ধারা-১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন), এফআইআর নং-৫ (তারিখ-১২ এপ্রিল, ২০১৮; জিআর নং-৫৫/২০১৮, তারিখ-১২ এপ্রিল, ২০১৮; ধারা-১৯(১)-এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন), এফআইআর নং-১ (তারিখ-০৯ ডিসেম্বর, ২০১৭; জিআর নং-২৪১/২০১৭, তারিখ-০৯ ডিসেম্বর, ২০১৭; ধারা-১৯(১)-এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন), এফআইআর নং-৪ (তারিখ-৪ অক্টোবর, ২০১৭; জিআর নং-১৯৮/১৭, তারিখ-৪ অক্টোবর, ২০১৭; ধারা-১৯(১)-এর ৯ (ক)/২৫, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন) এবং ফরিদগঞ্জ থানার এফআইআর নং-২৪ (তারিখ-১৭ অক্টোবর, ২০১৭; জিআর নং-৩২৫, তারিখ-১৭ অক্টোবর, ২০১৭; ধারা-১৯(১) এর ৯(ক)/২৫, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন)।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারি আব্দুর রহিমের বিরুদ্ধে রায়পুর থানায় ১২টি মাদক মামলা রয়েছে। তাকে আটকের সময়ে তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়