শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০:২৮

শাহরাস্তিতে যানজট নিরসনে অভিযান, অবৈধভাবে পার্কিং করায় জরিমানা

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে যানজট নিরসনে অভিযান, অবৈধভাবে পার্কিং করায় জরিমানা

শাহরাস্তি উপজেলা শহরের যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। যত্রতত্র গাড়ি পার্কিং করে মালামাল ওঠানামা করায় সারাদিন যানজট লেগেই থাকে। বিশেষ করে শাহরাস্তি গেট (দোয়াভাংগা), ঠাকুর বাজার ও মেহের কালীবাড়ি বাজার এলাকা এখন যানজটের শহর হিসেবে পরিচিতি পাচ্ছে। এসব জায়গায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকায় কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রী ও মালামাল ওঠানামা করায় যানজটের সৃষ্টি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও পরিবহন চালক, মালিক ও ব্যবসায়ীদের নিকট থেকে কোনো প্রকার সাড়া মিলছে না। সোমবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পণ্য বোঝাই ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে মালামাল আনলোড করার অপরাধে আবুল হাশেমকে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। তিনি জানান, অবৈধভাবে গাড়ি পার্কিং করে মালামাল ওঠানামা ও যানজট সৃষ্টি করার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়