শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

শাহরাস্তিতে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু

শাহরাস্তি উপজেলার মেহের রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের নিচে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেহের স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ত্যাগ করার পর বিষয়টি মেহের স্টেশনের প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের নজরে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে মেহের রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, যুবকের মৃত্যু কীভাবে হয়েছে আমরা তাৎক্ষণিক জানতে পারিনি। ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করার পর যাত্রীদের নজরে আসে রেললাইনে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়েছে । ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি আমি চাঁদপুরের জিআরপি থানায় জানাই। সেখান থেকে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে কী কারণেমৃত্যু ঘটেছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়