প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০
ফরিদগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
|আরো খবর
রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০টার দিকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। অভিযানে হর্নিদুর্গাপুর এলাকার বিএনপি নেতা মো. হাছান ওরফে গামছা হাছানের ছেলে মো. তারেক (৩০) মোটরসাইকেলসহ আটক হন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটির মালিক সফিকুর রহমান সবুজ, যিনি পেশায় শিক্ষক। তিনি স্থানীয় হর্ণি তাহেরিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত ৭ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে ক্লাস শেষে মাদরাসা থেকে বের হয়ে নিজের মোটরসাইকেলটি খুঁজে পাননি। আশেপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন তিনি।
পরে সবুজ ফরিদগঞ্জ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী রোববার রাতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এবং অভিযুক্ত তারেককে গ্রেফতার করে। এ সময় মোটরসাইকেলের মালিক উপস্থিত হয়ে তার নিজস্ব যানবাহন শনাক্ত করেন। সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদে তারেক মোটরসাইকেল চুরির দায় স্বীকার করেন।
মোটরসাইকেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ মদিনা বাজারে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল ও আটককৃত তারেক বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। ভুক্তভোগী সফিকুর রহমান সবুজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।