প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭
শ্রীমঙ্গলের কুখ্যাত মাদক কারবারি স্বপন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি স্বপন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শহরের সোনারবাংলা রোড থেকে মাদক কারবারি স্বপন মিয়া (৪২)কে গ্রেপ্তার করে। স্বপন সোনারবাংলা রোডের ছিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট স্বপন মিয়ার বাড়ির সামনে থেকে স্থানীয়রা ইয়াবাসহ আকাশ দাশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। তখন ঘটনাস্থল থেকে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক কারবারি স্বপন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় আটক আকাশ দাশসহ পলাতক স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪ (০৮) ২৫ রুজু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাদক মামলার আসামি পলাতক স্বপনকে গ্রেপ্তারের পর শনিবার ২০ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার জেলা কিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।