শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৫

হাইমচর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি আটক

হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। ভোর ৪টা পর্যন্ত রাতব্যাপী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

২৬ সেপ্টেম্বর রবিবার মধ্যরাত থেকে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার নিতৃত্বে এসআই শহিদুল্লাহ, সঞ্জিত কুমার রায়, পলাশ, আ.মান্নান, আল আমিন, এ এস আই প্রাণকৃষ্ণ, গোলাম খালেক, মোবারক হোসেন, কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃত আসামিরা হলেন, উপজেলার আলগী দক্ষিন ইউনিয়নের বাসিন্দা জিআর মামলা নং ৫২/২১ ওয়ারেন্ট ভুক্ত আসামি নাছির কাজী(৩৫), রাকিব হোসেন হাওলাদার(১৮), সুইটি খাতুন(৩৫), রাসেল হোসেন রকি(২২), আপনান উল রিয়া(১৯), সালমা বেগম (২৭)।

জি আর মামলা নং ১৬/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি নুরুল ইসলাম ভূইয়া (৬৫)। জিআর মামলা নং ৩৮/২০ এর আসামি অহিদুল্লাহ অহিদ মুন্সি (৭০), ও সেলিনা বেগম (৭০)।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, হাইমচর থানার একদল চৌকস অফিসার বিশেষ অভিযান চালিয়ে হাইমচর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ওয়ারেন্ট ভুক্ত ৯ জন আসামিকে আটক করা হয়েছে। আসামীদের বিচারের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, অপরাধ নির্মূল করার লক্ষে হাইমচর থানা এলাকায় বিশেষ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়