প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৫:০৯
রায়পুরে পৃথক স্থান থেকে যুবক ও গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক দু গ্রাম থেকে এক যুবক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
|আরো খবর
শনিবার (২৬ জুলাই ২০২৫) সকালে উপজেলার চরআবাবিল ইউনিয়নের ঝাউডুগি গ্রামের চাপরাশি বাড়ি থেকে এক গৃহবধূ এবং চরমোহনা ইউনিয়নের বাবুরহাট গ্রামের নতুন পাটোয়ারী বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা (এসআই) জানিয়েছেন।
মৃতদের মধ্যে গৃহবধূ পারভিন বেগম (৪৫) একই এলাকার ব্যবসায়ী আলী হোসেনের স্ত্রী এবং- মৃত মো. নাঈম (২৫) চরমোহনা গ্রামের দিনমজুর হানিফ পাটোয়ারীর ছেলে। নাঈম একজন মাদকাসক্ত ও ভবগুরে যুবক ছিলো।
রায়পুর থানার এসআই বলাই বলেন, ঝাউডুগি গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূ পারভিন তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
অপরদিকে, চরমোহনা ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিভাবকের সাথে অভিমান করে নাঈম নামের এক মাদকাসক্ত যুবক নিজের ঘরে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছেন। তার শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
দুপুরে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চরমোহনা ইউপি প্রশাসক আবদুস সাত্তার ও চরআবাবিল ইউপি চেয়ারম্যান নুরে আলম জিকু বলেন, ঘটনাগুলো দুঃখজনক। সবাইকে সচেতন হতে হবে। ময়নাতদন্ত করে পুলিশ সঠিক রিপোর্ট দিবেন বলে আশা করছি।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ঝাউডুগি গ্রামে সকালে নিজ ঘর থেকে গৃহবধূ পারভিন ও চরমোহনা গ্রামে মাদকাসক্ত যুবক নাঈমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।