|আরো খবর
শ্রীনগরে এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা: ড্যাশক্যামে ধরা পড়ল সংঘবদ্ধ চক্রের তৎপরতা
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর গাছ ফেলে রাস্তা ব্লক করে সংঘবদ্ধ একটি ডাকাতচক্রের ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ফুটেজ ধরা পড়েছে একটি প্রাইভেট গাড়ির ড্যাশক্যামে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে ৫ মে, সোমবার রাত আনুমানিক ২টার দিকে। শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়া একটি প্রাইভেট গাড়ির যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। যদিও যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও, ঘটনা ঘিরে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ড্যাশক্যামের ভিডিও ফুটেজে কী দেখা যায়?
ড্যাশক্যামে স্পষ্ট দেখা যায়, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে আগেই ফেলে রাখা হয় গাছের ডাল-পালা। রাতের নিস্তব্ধতায় রাস্তা ধরে যাত্রীবাহী গাড়িটি এগিয়ে গেলে হঠাৎ চারজন ডাকাত রাস্তার পাশে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। এদের হাতে ছিল দেশীয় অস্ত্র। এরপর আরও দুইজন যোগ দেয় এবং গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে।
তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় গাড়িটি পিছু হটে দ্রুত স্থান ত্যাগ করলে যাত্রীরা রক্ষা পান। এরপর ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশের পদক্ষেপ ও প্রাথমিক তদন্ত
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।” তিনি আরও জানান, ড্যাশক্যামের ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।
“ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, এটি ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দলের পরিকল্পিত অভিযান। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি এবং সেখান থেকে পরিচয় শনাক্তের কাজ চলছে।” — ওসি শাকিল আহমেদ
আতঙ্কে স্থানীয়রা, অভিযোগ এখনও নেই
এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে তদন্ত চলছে। স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়মিত টহল না থাকায় ডাকাত চক্র এ সুযোগ নিচ্ছে। তারা পুলিশের নিকট এলাকাটিতে নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনাটির গুরুত্ব কেন বেশি?
- এটি ঘটেছে জাতীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ রুটে, যেখানে যাত্রী নিরাপত্তা সর্বোচ্চ হওয়ার কথা।
- সংঘবদ্ধ চক্র রাতের বেলায় গাছ ফেলে রাস্তা ব্লক করে, যা সম্পূর্ণ পরিকল্পিত।
- চক্রটি নিজেকে আড়ালে রাখার জন্য সার্ভিস লেন ব্যবহার করেছে।
- এই প্রথমবারের মতো ড্যাশক্যামের মাধ্যমে প্রমাণ মিলেছে।
চাঞ্চল্যকর ফুটেজ ভাইরাল, জনমনে উদ্বেগ
সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজ ভাইরাল হওয়ার পর বিষয়টি গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। ভিডিওতে ডাকাতদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে তাদের শনাক্ত করতে সহায়ক হবে। তবে ফুটেজ প্রকাশের পর থেকেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরণের ঘটনায় ট্রাফিক পুলিশের পাশাপাশি র্যাব ও ডিবির বিশেষ নজরদারি প্রয়োজন। এছাড়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনগুলোতেও সিসিটিভি স্থাপন জরুরি।
আপনারা যদি এই ঘটনার কোনো ভিডিও বা তথ্য জোগাড় করে থাকেন, অনুগ্রহ করে শ্রীনগর থানা অথবা স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন।
ডিসিকে/ এমজেডএইচ