বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ০১:৪৯

ঘুমন্ত চালক, উধাও ৭৫ ড্রাম তেল!

তেলের ড্রাম ভর্তি ট্রাক গিলে ফেলল যারা! শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের চাঞ্চল্যকর গ্রেফতার

আব্দুল মান্নান সিদ্দিকী
ঘুমন্ত চালক, উধাও ৭৫ ড্রাম তেল!

মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্রাকসহ ৫৭টি তেলের ব্যারেল, একটি ডাবল ক্যাবিনেট গাড়ি ও একটি পিক-আপ ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের পরিচয়:

  • মো. আলম (৩২) – সোনারগাঁও, নারায়ণগঞ্জ
  • নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮) – রাঙ্গাবালী, পটুয়াখালী
  • মো. হেলালুজ্জামান (৩২) – মুকসুদপুর, গোপালগঞ্জ
  • জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (২৭) – হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ

ডাকাতির ঘটনা:

২৯ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়। রাত ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় পৌঁছালে, কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে আসা ছয়জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। তারা ট্রাকে মাদক আছে বলে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে পিকআপে তুলে নেয় এবং জোরপূর্বক নেশাজাতীয় জুস পান করিয়ে অচেতন করে ফেলে। পরে তাদের ছনবাড়ী-মুন্সীগঞ্জ সড়কের পাশে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

উদ্ধার অভিযান:

ট্রাকের মালিক জিপিএসের মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্ত করে রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পুলিশ খবর পেয়ে চালক ও হেলপারকে উদ্ধার করে এবং কল্লিগাঁও বড় জামে মসজিদের পাশে রাস্তার কাছে ১৮ ড্রাম ভর্তি তেলসহ ট্রাকটি জব্দ করে। তদন্তের মাধ্যমে ঢাকার মীরহাজীরবাগের মেসার্স জামাল এন্টারপ্রাইজ অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর থেকে ৩৫টি ড্রাম ভর্তি তেল ও ২২টি খালি তেলের ড্রাম উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে।

পুলিশি পদক্ষেপ:

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, “অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলবে।” প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ডিবির এসআই আবুল কালাম আজাদ, এসআই হামিম মো. তারেক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর।

সতর্কতা:

এই ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতা এবং জনগণের সচেতনতা বৃদ্ধিই পারে সমাজকে নিরাপদ রাখতে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়