মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:০২

নারায়ণ ঘোষ হত্যা মামলার তদন্ত সিআইডির হাতে

গোলাম মোস্তফা
নারায়ণ ঘোষ হত্যা মামলার তদন্ত সিআইডির হাতে

সম্প্রতি ঘটে যাওয়া চাঁদপুর শহরের ঘোষপাড়ার বাসিন্দা দধি ও মিষ্টান্ন ব্যবসায়ী নিহত নারায়ণ ঘোষ হত্যা মামলার তদন্তের দায়িত্ব নতুনভাবে পুলিশের স্পেশাল শাখা বা সিআইডিকে দেয়া হয়েছে । ২০ সেপ্টেম্বর মামলাটির তদন্তের জন্য সিআইডি পুলিশকে এই নির্দেশনা দেয়া হয়। জানা যায়, লেনদেন সংক্রান্ত বিষয়ের জের ধরে সেলুন কর্মচারী রাজুর হাতে নির্মম খুনের শিকার হন নারায়ণ ঘোষ।

ঘটনাটি ১৬ সেপ্টেম্বর শুক্রবার সংঘটিত হওয়ার পরপরই নারায়ণ ঘোষের ছোট ছেলে রাজীব ঘোষ রাজু সেলুন কর্মচারী রাজুকে নামীয় আসামী এবং অজ্ঞাতনামা আরো কজন রয়েছে এমনটি এজাহারে উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নং ৩০, তারিখ : ১৬/৯/২০২১।পরবর্তীতে দায়েরকৃত মামলাটির তদন্তের দায়িত্ব পান একই থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এন্ড অপারেশন মোঃ এনামুল হক।

এদিকে পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার ঘটনার পরপরই পুলিশের সকল বিভাগকে তাৎক্ষণিক নির্দশনায় ঘটনার রহস্য উদঘাটনে এবং ঘাতক রাজুকে গ্রেফতারে জেলা পুলিশ অভিযানে অব্যাহত রাখে । তথ্য প্রযুক্তি মাধ্যমে দেশের সকল জেলার বিশেষ করে সীমান্তবর্তী জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার বিষয় অবহিত করে ঘাতক রাজুকে চিহ্নিত করে গ্রেফতারে বা আটকের জন্য সহযোগিতা চেয়ে মেসেজ পাঠিয়ে দেন।

সেই মেসেজের কারণে ঘাতক রাজু ঘটনা ঘটিয়ে চাঁদপুর থেকে পালিয়ে ঢাকা হয়ে সিলেট গিয়ে পুলিশ বাহিনীর স্পেশাল শাখা বা সিআইডি পুলিশের কাছে শেষ পর্যন্ত পরাজিত হন। সিলেট সিআইডি পুলিশ ঘাতক রাজুকে সিআইডি হেড কোয়ার্টার ঢাকার কাছে হস্তান্তর করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চাঁদপুর পুলিশের কাছে রাজুকে হস্তান্তর করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়