শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১

দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যাকাণ্ড

ঘাতক রাজুকে গ্রেফতারে মরিয়া পুলিশ, আটক ২

গোলাম মোস্তফা
ঘাতক রাজুকে গ্রেফতারে মরিয়া পুলিশ, আটক ২

চাঁদপুর শহরের দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষকে গলা কেটে হত্যার অভিযোগে সেলুন কর্মচারী ঘাতক রাজুকে আটকের জন্য মরিয়া হয়ে অভিযান অব্যাহত রেখেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঘাতক রাজু ঘটনা ঘটিয়ে কেউ কোনো কিছু বুঝে উঠার পূর্বেই তাৎক্ষণিক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে বাজারের নাইটগার্ড ও অন্যান্যদের বক্তব্যে পুলিশ নিশ্চিত হওয়ার পর থেকেই তথ্য প্রযুক্তিসহ নানাভাবে ঘাতক রাজুকে আটকের জন্য মরিয়া হয়ে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ নানাভাবে সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতে চাঁদপুরে আত্মগোপনে থাকতে পারে ঘাতক রাজু এমন স্থানগুলোতে অভিযান এবং নজরদারি রেখেছে।

এই অবস্থায় রাজুকে আটকের জন্য পুলিশ চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকার শীল বাড়ি থেকে ঘাতক রাজুর স্ত্রী ও শ্যালককে আটক করে থানায় নিয়ে আসে। যদিও পুলিশ আটক বা জিজ্ঞাসাবাদ বা তথ্য কী কারণে তাদেরকে থানায় আনা হয়েছে, এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

শহরের বেশ কজন সেলুন মালিকের সাথে কথা বলে জানা গেছে, ঘাতক রাজুর পৈত্রিক বাড়ি কুমিল্লা জেলায়। গত কয়েক বছর পূর্বে সেলুন কর্মচারী হিসেবে চাঁদপুরে এসে শহরের পালবাজার ব্রীজ সংলগ্ন পৌরসভার মার্কেটের ২য় তলার সেলুনে কাজ নেয়। এই সেলুনে প্রায় ২ বছরের মতো কাজ করে বিপনীবাগ টিপটপ সেলুনে বেশি বেতনে চাকুরি নেয়। সেখানে মালিক কৃষ্ণার সাথে সুসম্পর্কের কারণে এবং নিয়মিত আসা যাওয়ার সূত্র ধরে পরিচয় হয় নারায়ণ ঘোষের সাথে। ঘাতক রাজু নারায়ণ ঘোষকে চাচা বলে ডাকতো এবং সুখ দুঃখে সহযোগিতা নিতো। সেই চাচাকে খুন করে পলাতক রাজু।

উল্লেখ্য, চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার ঘোষপাড়ার বাসিন্দা দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার ঘোষপাড়ার বাসিন্দা নারায়ণ ঘোষ (৬০)কে হত্যা করে লাশ বস্তাবন্দী অবস্থায় বিপনীবাগ বাজারের পাবলিক টয়লেটের কাছে ফেলে রেখে যায়। পরে বিপণীবাগ বাজারের ব্যবসায়ী মেসার্স শরীফ স্টীল ওয়ার্কস মালিক ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে বস্তা দেখে সন্দেহ হলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের নতুন বাজার ৮নং ওয়ার্ডের ঘোষপাড়ার ঘোষ বাড়ির বাসিন্দা নারায়ণ ঘোষ (৬০) বংশগতভাবে দধি ব্যবসা করে আসছে। চাঁদপুর শহরে একজন দধি ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত। তিনি শহর ও শহরতলীতে বিভিন্ন দোকানে পাইকারি দধি সরবরাহ করতেন। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে দধি দিয়ে তাগাদা করে আসতে অনেক সময় সন্ধ্যা হয়ে যেতো। ফলে সামান্য কিছুটা সময় চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারের পৌর সুপার মার্কেটের নীচে জনৈক সেলুন ব্যবসায়ী কৃষ্ণার মালিকানাধীন টিপটপ সেলুনে সময় কাটাতেন। এভাবে সেলুন মালিক ও কর্মচারীদের সাথে নিহত নারায়ণ ঘোষের সখ্যতা গড়ে উঠে।

এ অবস্থায় উক্ত টিপটপ সেলুনে গত দুবছর পূর্বে কুমিল্লার রাজু নামে কর্মচারী চাকুরি নিয়ে এই সেলুনে কাজ করে। নারায়ণ ঘোষ সেলুনে আসা যাওয়ার ফলে তার সাথে চাচা ভাতিজা হিসেবে বেশ সুসম্পর্ক গড়ে উঠে। জানা যায়, রাজু এই সম্পর্কের কারণে প্রায়ই অর্থনৈতিক সংকটে পড়লে দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষ থেকে টাকা ধার নিতো। ফলে সম্পর্কের গভীরতায় সেলুন মালিক কৃষ্ণার চেয়ে কর্মচারী রাজুর সাথে ঘনিষ্ঠতায় রুপ নেয়। ফলে নারায়ণ ঘোষ শহরের আর কোথায় ও আড্ডা বা সময় কাটাতো না, শুধু মাত্র বিপনীবাগ টিপটপ সেলুন ব্যতিত।

এদিকে নিহতের ছেলে সুমন ও রাজু ঘোষ জানান, তাদের বাবা কখোনই রাত সর্বোচ্চ ১০টার পর বাইরে থাকেনি। যতো সমস্যা হোক না কেনো ১০টার মধ্যে বাসায় ফিরেন। কিন্তু গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে ব্যবসার কাজে বাসা থেকে বের হওয়ার পর নিদিষ্ট সময় পার হয় যাওয়ার পর দু'ছেলেই নারায়ণ ঘোষকে নানা স্থানে খুঁজতে থাকে। এমনকি তার একমাত্র অবসর সময় কাটানো টিপটপ সেলুনে একাধিক বার খোঁজ খবর নিয়েও কোনো খোঁজ পায়নি। এক পর্যায়ে সেলুন মালিক কৃষ্ণাকে বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, চাচার সাথে আজ আমার দেখা হয়নি। এই অবস্থায় নিহত নারায়ণ ঘোষের ছোট ছেলে বাবাকে না পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করার জন্য দুবার গিয়ে আত্মেীয়-স্বজনদের পরামর্শে ফিরে আসেন। সকলের একটাই কথা ছিলো রাত পর্যন্ত দেখি, সকালে না হয় আইনগত ব্যবস্থা নেবো। এমন কথায় তারা আর আইনগত ব্যবস্থা বা থানায় অভিযোগ বা জিডি করেননি বলে এ প্রতিনিধিকে জানান।

অপরদিকে সেলুন মালিক কৃষ্ণা সব সময় রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বাসায় চলে যান। তাই অন্যান্য দিনের ন্যায় সেলুন ব্যব একই সময়ে চলে যাওয়ায় সেও বিষয়টি জানে না বলে জানান। কিন্তু দোকানের কর্মচারীরা কাস্টমার থাকলে দেরী বা অধিক দেরীতে দোকান বন্ধ করেন। অনেক সময় দোকানে কর্মচারীরা রাতে ঘুমানোর কারণে দোকান অধিক সময় বন্ধ করা হয় বলে জানান দোকান মালিক কৃষ্ণা।

রাজুই হত্যাকারী, নিশ্চিত হয় যেভাবে : নারায়ণ ঘোষের হত্যাকারী রাজুই, এটিই নিশ্চিত তা পরিস্কার জানা গেছে। রাত যখন গভীরে যাচ্ছে নারায়ণ ঘোষ বাসায় ফিরছে না। তখন তার স্বজনরা টিপটপ সেলুনসহ নানা স্থানে খুজতে থাকে। নিহতের ছেলেরা কয়েকবার হত্যাকারী রাজুকে নারায়ণ ঘোষ সেলুনে আসছে কি না যতবার জানতে চেয়েছে ততবারই উত্তর ছিলো একটাই। চাচা আসছিলো সেভ করে আমার কাছ থেকে চলে গেছে। নিহতের ছেলেরা জানান, এই কথাগুলো বলার সময় হত্যাকারী রাজুর চোখ মুখে ছিলো একটা আতঙ্কের ছাপ। এভাবেই হত্যাকারী গভীর রাত পর্যন্ত সময় কাটিয়ে বিশেষ করে রাত ১টার দিকে শুরু হয় লাশ গুম করার কাজ।

এদিকে বিপণীবাগ বাজারের পশ্চিমাংশের নাইটগার্ড মোঃ ইসমাইল জানান, রাত ১টা বা দেড়টার দিকে টিপটপ সেলুন কর্মচারী রাজু সেলুনের ফ্লোরসহ পুরো সেলুন একাই পরিস্কার করছে। এ তাও পুরো সার্টার বন্ধ করে। তখন সেলুনের লাইট জ্বলছে এবং ফ্যান চলছে। এই অবস্থায় ভেতরে থেকে শব্দ হওয়ায় আমি দোকানের সামনে গিয়ে কে, বা কী করছে জানতে চাইলে রাজু সামান্য সার্টার খুললে আমি দেখি সে পানি দিয়ে ফ্লোর মুছতেছে। তখন আমি জানতে চাই, একা একা কী সম্ভব পুরো দোকান পরিস্কার করা। সে আমাকে বললো কী করবো চাচা, একাই করছি। এরপর পূজা কবে জিজ্ঞেস করলে বলে পরশু দিন। সে খুব কাজ করছে এবং কয়েকবার পানি ঢেলে পরিস্কার করছে এ অবস্থা দেখে আমি চলে যাই। তখন পর্যন্ত বুঝার কোনো উপায় খুঁজে পাইনি। এরপর রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দূর থেকে দেখি সে হাতে করে ব্যাগ বা বস্তার মতো খুব ওজন একাই সেলুন থেকে বের করে বিপনীবাগ পুরনো মার্কেটের পাবলিক টয়লেটের পরিত্যক্ত স্থানে কী যেনো ফেলে আসে। আমি তখন কী করো এটা? সে আমাকে বললো ময়লা আর্বজনা, আর কী? চাচা।

নাইটগার্ড ইসমাইল বলেন, এখানে সন্দেহ করে এটা দেখার কিছু নাই। কারণ দোকান পরিস্কার করলে এভাবেই দোকানীরা ময়লা-আর্বজনা ফেলে আসে। এরপর থেকেই আমার কাছে বিষয়টি কেমন জানি মনে হয়। মনটা খারাপ লাগতেছে, চুপচাপ করে আমি বসে থাকি।

এদিকে সেলুন কর্মচারী রাজুকে দেখলাম বেশ কিছু সময় ধরে দোকানের সামনেই ঘুরাফেরা করছে। ফজরের আজানের পর আলো বা ফর্সা হওয়ার পরপরই তাকে শার্ট পড়া দেখলাম। পরক্ষণেই রাজুকে আর দেখনি। সকাল ৮টা সাড়ে ৮টার দিকে বাজারের ব্যবসায়ী মেসার্স শরীফ স্টীল ওয়ার্কসের মালিক শরীফ ভাই দোকান খুলতে এসে দেখে দোকানের পাশ্বে পাবলিক টয়লেটের পথে প্লাস্টিকের বস্তায় খুব ভালো করে পেঁচানো কী। এক পর্যায়ে তিনিসহ বাজারের বেশ কজন বস্তাটি রাখার স্থানে রক্ত এবং বস্তা থেকে রক্ত বের হওয়া দেখে নিশ্চিত হন, কোনো মানুষকে হত্যা করে কেউ বস্তায় রেখে গেছে।

তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর সদর মডেল থানাকে জানালে প্রথমে থানার টহল বাহিনী পরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ, ওসি তদন্ত সুজন বড়ুয়া ঘটনাস্থলে আসে। পুলিশ বস্তাবন্দি মানুষের লাশ নিশ্চিত হওয়ার পর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বারসহ ঊধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ ঘটনাস্থলে হাজির হন।

এদিকে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ ও ওসি তদন্ত সুজন বড়ুয়া পৌঁছে বাজারের নাইটগার্ড ইসমাইলের সাথে কথা বলে হত্যাকারী শনাক্ত করে। তাৎক্ষণিক আসামীর বর্ণনা দিয়ে তারবার্তা পাঠিয়ে দেন। পাশাপাশি মডেল থানা পুলিশের বেশ কজন এসআই ও এএসআইকে আসামী ধরতে বিভিন্ন কৌশলে কাজে নামিয়ে দেন। শুধু তাই নয়, টিপটপ সেলুন মালিক কৃষ্ণাকে তাৎক্ষণিক তার বাসা থেকে নিয়ে আসে এবং রাজুর সন্ধানে নেমে পড়েন।

অপরদিকে পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বারকে ঘটনার বিষয়ে অবহিত করা হলে মুহুর্তে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সদর সার্কেল, পিবিআই পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে চলে আসেন।

পরে পুলিশের কয়েকটি টীম একত্রে হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এবং নমুনা সংগ্রহ করে প্লাস্টিকের বস্তা খুলে সূরাতাল রিপোর্ট নিয়ে লাশ মডেল থানা পুলিশের হেফাজতে নিয়ে যান।

মুহূর্তে শত শত উৎসুক জনতা : বিপনীবাগ বাজারে বস্তা বন্দি লাশ পাওয়া গেছে, এমন খবরে মুহূর্তে শত শত উৎসুক জনতা উক্ত ঘটনাস্হলে ভীড় করে। এক পর্যায়ে পরিস্থিতি শামাল দিতে পুলিশ কে হিমশিম খেতে হয়।

ঘটনাস্থলে স্বজনরা : বিপনীবাগ বাজারের পাবলিক টয়লেটের পাশে বস্তায় মানুষের লাশ পাওয়া গেছে, এখবর যখন নিহত দধি ব্যবসায়ী নারায়ণ ঘোষের পরিবার ও স্বজনরা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে নিহত নারায়ণ ঘোষের বড় ছেলে সুমন ঘোষ ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তাদের জানান, গতরাত থেকে তার বাবাকে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজা খুঁজি করার বিষয়টি অবহিত করলে উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ তাকে বলেন, আমরা এখনো দেখিনি। তাছাড়া আমাদের প্রয়োজনীয় কাজ শেষ করে আপনাকে সর্বাগ্রে লাশ দেখাবো। আপনি এখানে থাকেন।

মুহূর্তেই নিহতের ছোট ছেলে ও আরো স্বজনরা ঘটনাস্থলে চলে আসেন। এরমধ্যেই নিহতের স্বজনদের কানে পৌঁছে যায় টিপটপ সেলুন কর্মচারী রাজু লাশ ভর্তি প্লাস্টিকের এই বস্তা এখানে রেখেছেন। পুলিশ প্লাস্টিক বস্তা থেকে লাশ বের করার সাথে সাথেই নিহতের দু'ছেলে লাশের শরীরে থাকা কাপড় দুর থেকে দেখে লাশটি আর কারো নয়, তাদের পিতার লাশ বলে শনাক্ত করেন। এ সময় নিহতের দু'ছেলে ও উপস্থিত স্বজনদের চিৎকারে পুরো এলাকা যেনো এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারায়ণ ঘোষের লাশ চাঁদপুর সদর মডেল থানার হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়