প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১
চাঁদপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী কর্তৃক আয়োজিত মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সেপ্টেম্বর/২০২১ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
১৫ই সেপ্টেম্বর বুধবার
চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স হয়।চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ্, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন,মোঃ হাসান জামান, মোহাম্মদ কফিল উদ্দিন ও কার্তিক চন্দ্র ঘোষ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান চৌধুরী, শফিকুল ইসলাম, মিথিলা রানী দাস উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি জামাল উদ্দিন আহম্মদ, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, স্পেশাল পিপি (নারী ও শিশু) অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেল সুপার মোঃ গোলাম দস্তগীর, কোর্ট পুলিশ পরিদর্শক রসুল আহমদ নিজামী, চাঁদপুরের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, অফিসার ইনচার্জ (ডিবি), ট্রাফিক ইন্সপেক্টর, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জিআইজেড জেলা প্রকল্প কর্মকর্তা প্রমুখ। কনফারেন্সের শুরুতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
স্বাগত বক্তব্যে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার বিবরণ ও বিভিন্ন থানার মূলতবি পরোয়ানার বিবরণ তুলে ধরেন এবং জেলার বিভিন্ন থানায় তদন্তাধীন থাকা মামলার তদন্ত কার্য দ্রুততা ও দক্ষতার সঙ্গে আইনের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ। যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত ও তাদের নিরাপত্তা বিধান। গ্রেপ্তারের পর আইনের নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা। পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়া। সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন মামলা সমূহের সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য বিচারক ও থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।