প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৯
মতলবে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
|আরো খবর
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন- ইসলামাবাদ গ্রামের রফিক প্রধানের ছেলে রহমত উল্লাহ (২৫)। অপর সহযোগী উত্তর টরকী গ্রামের খোকন সরকারের ছেলে ইমন (২৪) কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রহমত উল্লাহ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় অশ্লীল গালিগালাজ ও কুুপ্রস্তাব দিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ইভটিজিং বিষয়টি প্রমাণিত হওয়ায় রহমত উল্লাহ (২৫) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও সহযোগী ইমন (২৪) কে ভবিষ্যতে খারাপ ছেলেদের সাথে মিশবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান, ছাত্রীকে উত্যক্ত করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।