বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২৩:২৫

মেঘনার ঘূর্ণাবর্তে নৌকাডুবি ২ জন নিখোঁজ, উদ্ধার ৩

স্টাফ রিপোর্টার
মেঘনার ঘূর্ণাবর্তে নৌকাডুবি ২ জন নিখোঁজ, উদ্ধার ৩

চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মিলনস্থল মেঘনার ঘূর্ণাবর্তে নৌকাডুবির ঘটনায় প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার ও সেতু নামে দু'জন নিখোঁজ হয়েছে। এর মধ্যে প্রবাসী নাঈম খানের বন্ধু মাজারুল ও তার আত্মীয় মনিয়া আক্তারকে নদীর মাঝখান থেকে স্থানীয়দের ট্রলারের সহযোগিতায় স্পীডবোটে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম খানের ছেলে দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম খান এক মাস পূর্বে ফাহিমা আক্তারকে বিয়ে করে।

স্ত্রী ও বন্ধুসহ পাঁচজন মিলে চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় এসে নৌকা ভাড়া নিয়ে নদীতে ঘুরতে যায়। তাদের বহন করা নৌকাটি তীরে আসার সময় হঠাৎ ঘূর্ণি স্রোতের কবলে পড়ে ডুবে গিয়ে প্রবাসীর স্ত্রী ফাহিমা বেগম ও তার আত্মীয় সেতু আক্তার নদীতে তলিয়ে যায়। এ সময় পাশ দিয়ে একটি স্পিড বোট যাওয়ার পথে তাদের তিনজনকে উদ্ধার করলেও দু'জন নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড স্পীডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করছ।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসী নাঈম খান তার স্ত্রীর জন্য কান্নায় ভেঙে পড়ে।

নৌকাডুবিতে দুজন নিখোঁজ হওয়ার খবর শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হাসপাতালে ও বড় স্টেশন এলাকায় ছুটে যায়।

তারা সবাই মিলে নিখোঁজ দুজনকে উদ্ধার করার কাজে নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়