শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২২:১৪

ফরিদগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪

ফরিদগঞ্জ ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে নিজ সম্পত্তির সিমানায় খুটি স্থাপন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় শিকার হয়েছেন ছালে আহম্মদ ও তার পরিবার। বর্তমানে তারা ফরিদগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

সোমবার ১২ আগস্ট গাব্দেরগাঁও হাজী বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ করেন ছালে আহম্মদের স্ত্রী সামছুন নাহার। অভিযোগে ছালে আহম্মদের বড় ভাই নূর মোহাম্মদ (৭০), জোসনা বেগম (২৬), মেহেরুন নেছা (৫৫), তানিসা বেগমসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করা হয়।

অভিযোগের আলোকে জানা যায়, আমার স্বামীসহ আমাদের মালিকানাধীন সম্পত্তিতে বেড়া নির্মান কাজ শুরু করিলে নুর মোহাম্মদের পরিবার ও ভাড়া করা ৫/৬ সন্ত্রাসী বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ঘটনার দিন সকাল ১০ ঘটিকার সময় মরিচের গুড়া পানির সাথে মিক্স করে আমাদের চোখে মারে আমাদের অন্ধ করে ফেলে এবং এলোপাথাড়ি কিল ঘুষি লাথি মারিয়া এবং লাঠি দিয়া পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তাদের হাতে থাকা ধারালো দা দিয়া আমার মাথায় কোপ মারিয়া রক্তাক্ত ও জখম করে, ডাক্তার আমার মাথায় ১৪টি সেলাই দিতে হয়। আমার স্বামীর পিঠে লোহার টেটা দিয়া ঘাই মারে। তাদের মধ্যে একজন লোহার হাতুড়ি দিয়া আঘাত করে। আমার মেয়ের গলায় থাকা ৬০ হাজার টাকার স্বর্ণের চেইন, শার্টের পকেটে থাকা ১০ হাজার টাকা, কানের দুল নিয়া যায় এবং হত্যার হুমকি দেয়।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন বলেন, মামলা অ্যাফেয়ারের জন্য অভিযোগ দিয়ে গেছে, এখনো অ্যাফেয়ার চালু হয়নি, উনাদের সাথে কথা বলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসবে। এছাড়া অপর পক্ষও সেনা ক্যাম্পে অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়