শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২২:০৭

ফরিদগঞ্জের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

ফরিদগঞ্জে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড, শহরের বাজার চত্বর, কোরোয়া মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।

এদিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মাঝে।

ফরিদগঞ্জ থানার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন জানান, কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে নেমেছে। শিক্ষার্থীরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। এতে অনেকটাই শৃঙ্খলা মেনে যান চলাচল করছে।

কার-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আবু তাহের বলেন, গণঅভ্যুথানের পর আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেখানে আমাদেরও দায়িত্ব রয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল চালককে দায়িত্বশীল আচরণ করতে হবে। কথায় কোন চাঁদাবাজী বা দুর্নীতি হলে সাথে সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন তিনি।

এসময় শিক্ষার্থী মাহবুব রাব্বানী, নাইমুল হাসান পিয়াল, রেহাজ আহমেদ, মো. হামিম, আবির হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে কাজের গতি ফিরিয়ে আনতে পুলিশের মোটর শোভাযাত্রা

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভকারিরা পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চালায়। এরপর থেকেই পুলিশের কাজের গতি স্থবির হয়ে পড়ে।

বর্তমান সরকারের তৎপরতায় পুলিশের কাজের গতিকে ফিরিয়ে আনতে তৎপর হয়ে ওঠে পুলিশ কর্মকর্তা ও সদস্য সহ সকলে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অংশ গ্রহণে মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাসস্ট্যান্ড এলাকায় শোভাযাত্রাটি পৌছলে তাদের ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা।

শোভাযাত্রায় ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সামিউল হক, থানায় নব যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার,প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

থানায় নব যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার বলেন, আমরা আমাদের ফোর্সদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে ছাত্র জনতার সকলকেই মিলে এই শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা চাই পুলিশ তার মানবিক কার্যক্রম ও সেবামূলক কাজ দৃঢ়তার সাথে শুরু করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়