শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:৪৫

রসবিলাস মিষ্টির দোকান ভোক্তার কাছে একটি আতঙ্কের নাম!

এবার বনরুটিতে পাওয়া গেলো মাছি

স্টাফ রিপোর্টার
রসবিলাস মিষ্টির দোকান ভোক্তার কাছে একটি আতঙ্কের নাম!

চাঁদপুরে রস বিলাস মিষ্টির দোকান জেলাবাসীর নিকট ক্রমেই আতঙ্কের নাম হয়ে উঠছে। প্রায় সময়ই এই দোকানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করছে। কিন্তু কিছুতেই খাবাবের কোয়ালিটি রক্ষা করছে না। গত ১০ জুলাই একজন ক্রেতা প্যাকেটজাত বনরুটি ক্রয় করেন। ১১ জুলাই সকালে শিশু সন্তানকে খাওয়ার জন্য রুটি দেন ওই পরিবারটি। শিশুটি খাওয়ার এক পর্যায়ে কালো জিনিসের সন্ধান পেয়ে তার মাকে জানালে শিশুটির মা দেখতে পান একটি মাছি ভেতরে। সাথে সাথে তিনি ওই রুটিটির ছবি তুলে রাখেন। এই আতংকে শিশুটির পেটে ব্যথা অনুভব করেন এবং সারাদিন খাবার গ্রহণে অনীহা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১০ জুলাই ভোর বেলা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তাদের ইচ্ছামতো জিনিসের দাম হাঁকাচ্ছে। হোটেল-রেঁস্তোরা সব জায়গায় ভোক্তা সাধারণের ভিড় লেগেই আছে। আবার যে হোটেলে লাইন গ্যাস নেই সেখানে সরবরাহও বন্ধ। আবার কিছু কিছু হোটেলে বিকল্প পদ্ধতিতে খাবার তৈরির মাধ্যমেও চাহিদা মিটাচ্ছে। শহরের মানুষ জনও গ্যাস সরবরাহ বন্ধ থাকার হোটেল-রেঁস্তোরার মাধ্যমেই খাবারের প্রয়োজন মেটাচ্ছে। এছাড়াও প্যাকেট জাতীয় খাবারের মাধ্যমে সাধারণ মানুষ ক্ষুধা মেটাচ্ছে।

চাঁদপুরে এই রস বিলাস নামে মিষ্টির দোকানে কিছুদিন পরপর অভিযান পরিচালনা করে জরিমানা করা হলেও তারা সচেতন হচ্ছে না। এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়