শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১৯:৫৭

আদালত চত্বরে কচুয়া ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতাহাতি

আদালত প্রতিবেদক
আদালত চত্বরে কচুয়া ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতাহাতি

চাঁদপুর আদালত চত্বরে কচুয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি আজ ৩১ আগস্ট মঙ্গলবার দুপুরে আদালত চত্বরের প্রবেশমুখে এ ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আদালত এলাকার প্রত্যক্ষদর্শী ও কচুয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে জানা যায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ গত ২৮ শে আগস্ট কচুয়া যান। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ সেখানে তাদের কার্যক্রম চালাতে গেলে ওই সময় কচুয়া মিলন পন্থীরা তাদেরকে বাধা দেন। ওই সময় জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে অনেক বাধা অতিক্রম করে তারা তাদের কেন্দ্রীয় কর্মসূচি পালন করেন। এরই প্রেক্ষিতে গতকালকে এই ঘটনাটি ঘটে।

মঙ্গলবার চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে ও অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কচুয়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা হাজিরা দিতে আসে।

মামলার হাজিরা শেষ হলে স্ব স্ব এলাকায় যাওয়ার জন্য প্রত্যেকে আদালত থেকে বের হলে আদালত গেটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ওই সময়ে কচুয়া থেকে আসা নেতাকর্মীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কমবেশি দু'পক্ষেরই অনেকে আহত হয়েছে বলে জানা গেছে।

আদালত চত্বরে দুপক্ষের হাতাহাতির ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী। তারা উভয় পক্ষের নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

কচুয়া ইউ‌নিয়ন বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ও সা‌বেক মেম্বার আলমগীর হোসেন জানান, গত ২৮ আগস্ট স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠানে কেন্দ্রিয় ও জেলা স্বেচ্ছাসেবক দলেন নেতৃবৃন্দরা কচুয়ায় আসেন। সেখানে কচুয়ার বিএনপি কিছু নেতা-কর্মীরা উপর হামলা করে। এ ঘটনা আমরা ছিলাম না ও কিছু জানি না। অথচ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দাযিত্বশীল নেতারা আমাদের উপর যে অতর্কিত হামলা করেছে, তার নিন্দা জানাই।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল জানান, গত ২৮ আগস্ট শনিবার স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠানে কেন্দ্রিয় ও জেলা স্বেচ্ছাসেবক দলেন নেতৃবৃন্দরা কচুয়ায় যাই। সেখানে কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বেশকিছু মোটরসাইকেল নিয়ে প্রোগ্রাম করাতে আমাদের বাঁধা দেয়। পরে তারা আমাদেন নেতা-কর্মীদের উপর হামলা করে। মঙ্গলবার আমাদের নেতা-কর্মীরা চাঁদপুর আদালতে মামলার হাজিরা দিতে যায়। সেখান কচুয়ার নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের দেখে গালমন্দ করে। পরে উভয় পক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। পরে আমরা সবাইকে বিভিন্নস্থানে সরিয়ে দেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়