শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:১০

চাঁদপুরে জাটকা ধরায় ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাটকা ধরায় ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা

চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে মেঘনা নদী হতে গ্রেফতারকৃত ৯ জন জেলেকে মোবাইল কোর্টের মাধ্যেমে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়েছে। ২৩ মার্চ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ'র নেতৃত্বে নৌ পুলিশ, কোস্টগার্ড ও সিনিয়র মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সহকারে যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিস্থ মিনি শিলারচর নামক স্থানে হতে মোঃ শাহাদাৎ ছৈয়াল (২৫), পিতা-মান্নান ছৈয়াল, মোঃ জাহাঙ্গীর ছৈয়াল (৩০), পিতা-মোস্তফা ছৈয়াল, উভয় সাং-চর উম্মেদ, ০৯নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর,মোঃ মনির হোসেন (১৯), পিতা-লোকমান,মোঃ ইসমাইল (২৫), পিতা-মোঃ হেলাল, মোঃ খোকন মিয়া (১৯), পিতা-মোঃ আঃ খালেক, মোঃ মোক্তার (১৯), পিতা-মোঃ আক্তার হোসেন, মোঃ আলমগীর (১৮), পিতা-মৃত নুরুল ইসলাম, সর্বসাং-চরকালকিনি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর, মোঃ হযরত আলী (১৮), পিতা-মনির হোসেন ফকির, সাং-কাছিকাটা, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, বাবু (২৩), পিতা-মোঃ সামছুল হক গাজী, সাং-চরমুদ, থানা ও জেলা-চাঁদপুরদের আটক করা হয়। ধৃত আসামীদের হেফাজত হতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও সেই জালে আটকানো ২০ (বিশ) কেজি জাটকা মাছ এবং ০২ (দুই)টি ইঞ্জিন চালিত জেলে নৌকা জব্দ মূলে উদ্ধার করা হয়।

পরে আটক ০৯ (নয়) জনকে মোবাইল কোর্টের মাধ্যেমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়। জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ স্থানীয় গরিবদুস্থদের মাঝে বিতরন করা হয়। উদ্ধারকৃত ০২ (দুই) টি নৌকার মধ্যে ০১ (এক) টি ঘটনাস্থলে অকার্যকর করা হয়। বাকি ০১ (এক) টি নৌকা কোস্টগাড, চাঁদপুরের হেফাজতে রাখা হয়েছে ।

চাঁদপুর সদর নৌ থানা পুলিশের এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়