মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১০:০৬

পশ্চিম সকদীতে সম্পত্তি দখলের পাঁয়তারা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
পশ্চিম সকদীতে সম্পত্তি দখলের পাঁয়তারা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের নতুন তালুকদার বাড়িতে সম্পত্তি দখলের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পশ্চিম সকদী নতুন তালুকদার বাড়ির এজমালি কাচারি ঘরের জায়গায় একই বাড়ির শাহাদাত তালুকদার জোরপূর্বক ঘর উত্তোলনের পাঁয়তারা করে আসছে। এনিয়ে অন্য অংশীদারগণ ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এ নিয়ে সালিসি বৈঠক বসা হলে ও সে সব কিছু অমান্য করে একটি কুচক্রী মহলের ঈন্দনে ঘর উত্তোলনের পাঁয়তারা করে। এমনকি বিভিন্ন ভাবে অন্য অংশীদারদেরকে ফাঁসানোর চেষ্টাসহ হয়রানি করার জন্য উঠে পরে লেগেছে। নাম প্রকাশে অনিচ্ছুক, স্থানীয় লোকজন জানান, শাহাদাত তালুকদার টাকার গরমে বাড়ির এজমালি কাচারি ঘরের জায়গায় জোরপূর্বক ঘর উত্তোলনের জন্য উঠে পরে লেগেছে। বাড়ির অন্য অংশীদাররা ভয়ে কিছু বলতে সাহস পায়নি। এর সুস্থ সমাধান করা একান্ত জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়