প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ১১:০১
কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ নির্বাচন ২৬ আগস্ট

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২১-২০২২ইং সনের সাধারণ নির্বাচন ২৬ আগস্ট বৃহস্পতিবার। এ তথ্য নিশ্চিত করেছেন- প্রধান নির্বাচন কমিশনার আক্তার হোসেন, সহকারী নির্বাচন কমিশনার বোরহান মিয়া ও আব্দুল হক মজুমদার।
|আরো খবর
ওই নির্বাচনে সভাপরি পদে লড়াই করছেন আ: বারি সরদার বারেক, মোঃ জসিম উদ্দিন ও মোঃ মিজানুর রহমান (মজিব), সাধারণ সম্পাদক পদে মোঃ কবির হেসেন ও শাহ্ মোহাম্মদ রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে গৌতম দাস রিপন ও মোঃ রবিউল হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন রুবেল ও মোঃ লিটন মিয়া মুন্সী। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক (সিভিলকোর্ট) ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি কোর্ট) মোঃ বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সুজন সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোলাইমান কবির এবং নির্বাহী সদস্য মোঃ শাহ জাহান মিয়া, মোঃ আবু তাহের ফরাজী, মোঃ মোবারক হোসেন, মোঃ শাহ জাহান ও মোঃ আবুল কাশেম।