বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০

মতলব সরকারি হাসপাতালের ডাঃ রাজীব কিশোর বনিকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

রেদওয়ান আহমেদ জাকির
মতলব সরকারি হাসপাতালের ডাঃ রাজীব কিশোর বনিকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিকের গাফলতিতে শিশু মিথিলার মৃত্যুর অভিযোগের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহিবুল্লাহ সৌরভ স্বাক্ষরিত এ তদন্ত কমিটি গঠন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ওই দিন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে রোগীর মৃত্যুর সম্ভাব্য কারণ সমূহ প্রতিবেদনে দাখিল করার জন্য বলা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি হাসপাতালের মেডিকেল অফিসার এফসিপিএ (মেডিসিন) ডাঃ মোঃ আসিফ ইকবাল, সদস্য মেডিকেল অফিসার (এনসিডি) ডাঃ কাশিম মোহাম্মদ, ডিসিএইচ (শিশু) ডাঃ ঋত্বিকা মজুমদার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মুহিবুল্লাহ সৌরভ জানান, রোগী মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিকের গাফলতিতে শিশু মিথিলা (৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গত ৫ সেপ্টেম্বর অ্যাপেলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সকাল ১১টায় রোগী দেখার পরে রাত সাড়ে ১০টায় মতলব সরকারি হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়েছে। মিথিলা মতলব উত্তর উপজেলার ইসলামবাদ গ্রামের কামাল শিকদারের মেয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়