প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ১৮:২৭
চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস র্যালী ও আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন' এ স্লোগান নিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
তিনি বক্তব্যে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের এ স্বাধীন দেশ পেয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০০ সালে আইন প্রনয়ন করে অস্বচ্ছল মানুষের জন্যে আইনি সেবারদ্বার খুলে দিলেন। ২০৪১ সালে আমরা উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. সাকিব হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এস মোসা, বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সরকারি কৌসুলী অ্যাড. আব্দুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাড. রনজিত রায় চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, প্যানেল অ্যাডভোকেট বিধু ভূষণ নাথ।
এছাড়াওউপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন হাসনা আক্তার ও বৃষ্টি পোদ্দার। আলোচনা সভার শুরুতে সেরা প্যানেল আইনজীবীদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো এবং অ্যাড. নুরুল হক কমল।