প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৬:১১
ফরিদগঞ্জে ১১ মামলায় ৩ হাজার ৭শ’ টাকা জরিমানা
চলমান লকডাউনের স্বাস্থবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দোকান খোলার রাখার অপরাধে এবং সড়ক পরিবহন আইন অমাণ্য করায় চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১১ টি মামলায় ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করে।
|আরো খবর
জানা গেছে, লকডাউনের ১৪তম দিন বৃহস্পতিবার (৫ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, কেরোয়া ব্রীজ সংলগ্ন, মজিদিয়া ট্রাস্ট হাসপাতাল এলাকা, বটতলী বাজার, গাজীপুর বাজার ও চান্দ্রা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০টি মামলা দায়ের করে ৩ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ১টি মামলায় ৫শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।