বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫

মতলব উত্তরে তিনটি পৃথক স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে তিনটি পৃথক স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মতলব উত্তরের তিনটি পৃথক স্থানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলব উত্তর উপজেলার তিনটি পৃথক স্থানে উদযাপিত হয়েছে। চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনে মতলব উত্তর উপজেলায় সম্ভাব্য দুই প্রার্থী ও উপজেলা বিএনপির ব্যানারে পৃথকভাবে তাদের কর্মসূচি পালন করে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সম্ভাব্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের অনুষ্ঠান হয় উপজেলার গজরায়, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুষ্ঠান হয় বাগানবাড়িতে, আর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার সাহেব বাজারে।

উপজেলা বিএনপির সভাপতির মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হন উপজেলা কমিটির সহ-সভাপতি-১ বশির আহমেদ খান। আর সাধারণ সম্পাদক হন নূরুল হক জিতু ।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির পদধারী কয়েকজন নেতা জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে উপজেলায় ইতোমধ্যেই বেশ ক'টি স্থানে হামলা, নিজেদের মাঝে একাধিক মামলা, এমনকি দলীয় সভাপতি ও বর্ষীয়ান নেতা অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের জানাজায় দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে সিনিয়র নেতৃবৃন্দের মাঝে ব্যাপক বিশৃঙ্খলাসহ বেশ কিছু কারণেই আজ উপজেলা বিএনপির অধিকাংশ নেতা সম্ভাব্য প্রার্থীদের ব্যানারে কার্যক্রম করতে অনিচ্ছুক।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার সাহেব বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান ছিদ্দিকী, ছাত্র বিষযক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, সম্পাদক রাসেল শিকদার, ষাটনল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান আব্দুল্লাহ আল মামুন সেলিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার প্রমুখ।

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার।

মতলব উত্তর উপজেলার গজরা বাজারে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তফদার, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরসাল আহাম্মেদ সোহেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়