বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ১৯:১৯

শাহরাস্তিতে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

শাহরাস্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় প্রাইভেটকারের চালক পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাশরি গ্রামের মোল্লা বাড়ির আলমগীর হোসেনের ছেলে শুভ (২৬) কে আটক করে পুলিশ। শাহরাস্তি থানার উপপরিদর্শক জুলফিকার আলী জানান, প্রতিদিনের মত চাঁদপুর- কুমিল্লা সড়কের কালিয়াপাড়া এলাকায় অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের ভিতরে থাকা প্রায় ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্ধ করা হয়। ৫০ কেজি গাঁজা উদ্ধার এযাবৎকালের শাহরাস্তি থানার সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা। কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলাকালে প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শাহরাস্তি থানার ওসি শহীদ হোসেন জানান, চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে । চালক শুভর বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

জানাযায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসকল মাদক বরিশাল পিরোজপুর বরগুনাসহ দেশের দক্ষিণাঞ্চলের নিয়ে যায় কিছু মাদক ব্যবসায়ী। ব্যবসায়িরা চাঁদপুর- কুমিল্লা সড়কটিকে তাদের নিরাপদ রুট হিসেবে মনে করে থাকে। সে জন্যই কিছুদিন পর পর পুলিশ এই সড়কের যানবাহন তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়