শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২০:৩৮

মতলব উত্তরে লকডাউন না মানায় ১৫ মামলা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে লকডাউন না মানায় ১৫ মামলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ মামলায় ৩৫ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়,মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলার ছেংগারচর বাজার, মোহনপুর, নতুন বাজার, পাঁচআনী, চৌরাস্তা, গজরাসহ বিভিন্ন স্থানে মাঝে লকডাউন বাস্তবায়নে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান । এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ১৫টি মামলায় ৩৫ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় মতল উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, ইউএনও’র সিএ আমিনুল ইসলামসহ পুলিশের টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সচেতন মানুষ গুলো অসচেতন কাজ গুলো দেখলে হতাশ হই। ভাবি করোনা কে রুখতে আমাদের এতো প্রচেষ্টা সব যেনো মাটি হয়ে না যায়। করোনা ভয়াল থাবা যেনো গ্রাস করতে না পাওে সেই চেষ্টা কওে যাচ্ছি। কিন্তু সবার আগে প্রয়োজন ব্যক্তি পর্যায়ে সচেতনতা। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা বিস্তার রোধ করা যাবে না। সবাইকে ঘরে থাকুন। বিনা কারণে ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে না চললে আটক,জেল ও জরিমানা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়