শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ২২:২৯

বিধিনিষেধ অমান্য করায় বাবুরহাটে ১৫ হাজার টাকা জরিমানা

হাছান খান মিসু
বিধিনিষেধ অমান্য করায় বাবুরহাটে ১৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলায় পৌর ১৪ নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

করোনাকালীন সময় কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১৬টি মামলায় রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।

করোনা সংক্রমণ রোধে কঠোরতম বিধিনিষেধের ৯ম দিন ৩১ জুলাই বাবুরহাট বাজার ও মতলব রোডে বিধি নিষেধ অমান্য করায় এ জরিমানা করা হয় ।

রবিবার ১ আগষ্ট থেকে গার্মেন্টস ও ফ্যাক্টরী খুলে দেওয়ায় গতকাল সকাল থেকেই জনসাধারনের উপস্থিতি ছিল আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময় বাবুরহাট মতলব রোডে ভোলা থেকে আশা ঢাকাগামী প্রায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ট্রাককেও জরিমানার আওতায় আনা হয়। এছাড়াও বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়া একজন মোটর সাইকেল চালক মোটরসাইকেল রেখে পালিয়ে গেলে মোটর সাইকেলটি জব্দ করে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

একই সঙ্গে ‘জরুরি’ প্রয়োজনে ঘরের বাইরে আসা লোকজনের সংখ্যাও গত কয়েক দিনের তুলনায় বেশি লক্ষ করা গেছে। যার জন্য তাদেরকে জরিমানাও গুনতে হয়েছে।

এ সময় মানুষকে সচেতন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়