প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৭:১৮
লকডাউন আইন না মানায় কচুয়ায় ভ্রাম্যমান আদালতের ১০ মামলা
লকডাউনের কঠোর বিধি বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং দোকান খোলা রাখার দায়ে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ১০ মামলায় ৫ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। শনিবার কচুয়া সাচার সড়কে ঢাকাগামী দুইটি মাইক্রো বাসকে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে গাড়ির ড্রাইভার এবং পালাখাল বাজারে লকডাউন বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৮ ব্যসায়ীকে মোট ১০টি মামলায় ৫ হাজার ৩শ টাকা জরিমানা গুনতে হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি । এসয় অভিযানে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার উল্লাহ সহ অনান্য পুলিশ কর্মকর্তা ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
|আরো খবর
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন গাড়ি এবং দোকানে অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করার পাশাপাশি সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।